ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিস অঙ্গরাজ্যের একটি বাড়িতে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। হামলায় নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।
রবিবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে, তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত চার বছরের শাসনামলে দেশটিতে বন্দুক হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।
আরও পড়ুন : এবার সিকিমে চীন-ভারতীয় সেনাদের সংঘর্ষ
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার (২০ জানুয়ারি) দায়িত্ব গ্রহণের চার দিনের মাথায় এই বন্দুক হামলার ঘটনা ঘটল।