ধূমকেতু প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মহানগরীর উপশহরে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপশহর নিউমার্কেট বণিক সমিতির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, রাজশাহী সার্কেল জাতীয় গৃহায়নকর্তৃপক্ষের তত্ত¡াবধায়ক প্রকৌশলী শামসুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, উপশহর নিউ মার্কেট বণিক সমিতির সভাপতি এস এম হুরাইরা ও সাধারণ সম্পাদক এমদাদুল হক রোকন, সহ-সভাপতি ফারহানা লুবনা মলি, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক।