ধূমকেতু নিউজ ডেস্ক : কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল ভারত। কয়েক মাস ধরে চলা আন্দোলনের মাধ্যমে ভারত সরকারকে কৃষি সংস্কার আইন বাতিলে বাধ্য করছেন তারা। এবার এই আন্দোলনের গ্যাঁড়াকলে পড়েছে ভারতীয় সিনেমাও।
সম্প্রতি পাঞ্জাবের হারিয়ানায় ‘লাভ হোস্টেল’ সিনেমার শুটিং বন্ধ করে দিয়েছে স্থানীয় কৃষকরা। এতে অভিনয় করছেন ববি দেওল, বিক্রান্ত মাসি এবং সন্যা মালহোত্রাসহ আরও অনেকেই।
মূলত সিনেমাটিতে ববি দেওয়লের অন্তর্ভুক্তি নিয়েই কৃষকদের সঙ্গে ঝামেলার শুরু। সিনেমার শুটিং শুরু হওয়ার আগেই ইউনিটের লোকজন যখন সরঞ্জাম প্রস্তুত করছিলেন ঠিক তখনই কৃষকরা তাদের চলে যেতে বলেন।
কৃষকরা স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে জানান, এ সিনেমার অভিনেতা ববি দেওলকে নিয়েই আপত্তি তাদের। কারণ তিনি সরকার দল বিজেপির নেতৃত্বের অংশ। তার পরিবারের লোকজন বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত। ববির ভাই সানি দেওল ও সৎমা হেমা মালিনী সংসদ সদস্যও। ববির বাবা ধর্মেন্দ্রও বিজেপির সাবেক সাংসদ।
কৃষকদের দাবি, ‘দেওল পরিবার গেল দুই মাসে আমাদের এই প্রতিবাদ নিয়ে কোনো কথাই বলেনি। বরং সানি ও হেমা দুজনেই ইনিয়ে বিনিয়ে আমাদের সন্ত্রাসী, নির্বোধ বোঝানোর চেষ্টা করেছেন। যা শিল্প-সংস্কৃতির মানুষ হিসেবে তাদের কাছে কেউ আশা করে না।
আমরা মনে করি তারা আমাদের প্রতিবাদের সঙ্গে নেই। তাই আমরাও তাদের সঙ্গে নেই।’
কৃষকদের প্রতিনিধিরা গণমাধ্যমে আরও জানান, শুধু সিনেমার শুটিং নয়, দেওল পরিবারের কাউকে পাঞ্জাব, হরিয়ানায় প্রবেশও করতে দেয়া হবে না।