ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সায়াবিন তেলের বাজার বেসামাল হয়ে উঠেছে। তেল নিয়ে বাজার পর্যায়ে তেলেসমাতি খেলা শুরু হয়েছে এমনটাও মনে করছেন ক্রেতারা। প্রতি সপ্তাহেই বাড়ছে তেলের দাম। ভোজ্য এই তেল এখন মানুষের নাগালের বাইরে বলা যায়। খুচরা বা পাইকারী দুইভাবেই বেড়েছে সায়াবিন তেলের দাম। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খোলা বাজারে তেল বিক্রি করলেও এর লাগাম টেনে ধরা যাচ্ছে যাচ্ছে না। চলতি বছরেই ভোজ্য তেলের দাম বাড়ানো হলো তিনবার। আগামীতে আরো বাড়বে এমনটাও জানাচ্ছেন ব্যবসায়ীরা। একই সাথে বেড়েছে সরিষার তেলের দামও। গত সপ্তাহের ব্যাবধানে আর এক দফা দাম বেড়েছে। এতে ক্রেতারা পড়ছেন চরম বেকায়দায়। টিসিবির হিসাব অনুযায়ী গত এক সপ্তাহে খোলা সয়াবিনের দাম বেড়েছে দুই দশমিক ১৯ শতাংশ। খোলা পাম ওয়েলের দাম বেড়েছে এক দশমিক দুই শতাংশ। আর পাঁচ লিটার সয়াবিনের দাম বেড়েছে এক দশমিক ৬৮ শতাংশ। এখন থেকে তেলের বাজার নিয়ন্ত্রণে আনা না হলে সামনে রমজান মাসে চরম সমস্যায় পড়বে মানুষ, এমনটাও মনে করছেন ক্রেতা বিক্রেতারা।
জানা গেছে, চলতি বছরের শুরু থেকে ধীরে ধীরে বাড়তে থাকে সায়াবিন, পাম ও সরিষা তেলের দাম। প্রথম দফায় জানুয়াতে এক দফা বাড়ে এই তেলের দাম। জানুয়ারী শেষের দিকে আরেক দফা বাড়ানো হয় তেলের দাম। শেষে ফেব্রæয়ারীর প্রথম সপ্তাহে বাড়ানো হয়েছে আর এক দফা তেলের দাম। এই তিন দফায় তেলের দাম বাড়ায় এখন সায়াবিন তেল ভোক্তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। রাজশাহীতে টিসিবির তেল বিক্রি করা হলেও বাজার নিয়ন্ত্রণে আসছে না। টিসিবির পক্ষে যে তেল দেয়া হচ্ছে তা ক্রেতাদের চাহিদা পুরণ হচ্ছে না। যার কারণে তেল নিয়ে অনেকটাই তেলেসমাতি খেলা শুরু হয়েছে এমনটাই মনে করছেন ক্রেতারা। এই সময় তেলের দাম কমার চেয়ে বাড়তি মুখে পড়ায় ভোক্তাদের মাথায় হাত পড়েছে। ক্রেতারা বলছেন বিক্রেতারাই এই দাম বাড়িয়েছে। আর বিক্রেতারা বলছেন তেলের দাম আন্তর্জাতিকভাবেই বেড়ে গেছে। যার কারণে শুধু রাজশাহীতেই নয়, সারা দেশেই তেলের দাম বেশি।
শুক্রবার রাজশাহীর বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন ব্যান্ডের সায়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৩০টাকা, দুই লিটার ২৫০টাকা, ৫ লিটার ৬শ’ টাকা, সায়াবিন খোলা তেল বিক্রি হচ্ছে ১২০টাকা লিটার। এছাড়াও সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৫০টাকা, পাম তেলের দাম বেড়েছে একই ভাবে। গত জানুয়ারী মাসে প্রতি লিটার সায়াবিন তেলের (বোতলজাত) দাম ছিল ১০৫টাকা, দুই লিটার ২১০টাকা, ৫লিটার ৫শ’ থেকে ৫১০টাকায়। জানুয়ারীর শেষের দিকে এসে এই তেল প্রতি লিটারে দাম বাড়ানো হয় ১০টাকা। ফেব্রæয়ারীতে এসে এই তেলের এক লাফে দাম বেড়েছে লিটার প্রতি ১৫টাকা। বিশেষ করে এক লিটার ও ৫ লিটারের বোতলের দাম বাড়ানো হয়েছে বেশি। বিশেষ করে জানুয়ারীতে খোলা তেল ছিল ৮০টাকা লিটার। এরপর জানুয়ারীর শেষের দিকে এসে দাম বেড়ে হয় ১০৫টাকা লিটার। এরপর ফেব্রæয়ারীতে এসে দাম বেড়ে এখন ১২০টাকা লিটার হয়েছে। এই হারে বাড়ানো হয়েছে খোলা পাম অয়েলের দামও। তবে রাজশাহীর বাজারের চেয়ে রাজশাহীর বাজারের তেলের দাম কিছুটা কম বলে মনে করছেন ব্যবসায়ীরা। রাজধানীতে সয়াবিন বিক্রি হচ্ছে ৫লিটার ৬৩০ টাকা, এক লিটার বোতল ১৪০ টাকা, দুই লিটার ২৭০টাকা।
এদিকে রাজশাহীতে প্রতিদিন ১০ থেকে ১২জন ডিলারের মাধ্যমে বিভিন্নস্থানে টিসিবি তেল বিক্রি করছে। টিসিবি ডিলার প্রতি ১শ’ টাকার করে তেল দিচ্ছে। সেই হিসাবে প্রতিদিন টিসিবি থেকে প্রায় ১২ থেকে ১৫ লিটার তেল বিক্রি করা হচ্ছে। তারপরও টিসিবির তেলের প্রভাব পড়ছে না বাজারে। টিসিবির ডিলাররা বলছেন অন্যান্য নিত্যপণ্যের চেয়ে এখন তেলটাই বেশি বিক্রি হচ্ছে। কারণ বাজারে তেলের দাম বাড়ায় চাপ পড়েছে টিসিবির উপর। কিন্তু ডিলারদের যে তেল দেয়া হচ্ছে তা একেবারে সীমিত। সকাল তেল বিক্রি শুরু করলে দুই ঘন্টার মধ্যে তেল শেষ হয়ে যাচ্ছে। টিসিবির লম্বা লাইন শুধু তেল নেয়ার জন্য। টিসিবির তেল বিক্রি করা হচে।ছ প্রতি লিটার ৮০টাকা ও ৫লিটারের বোতল সাড়ে ৪শ’ টাকা। টিসিবির ডিলার ডলার জানান, আমাকে ১শ’ লিটার তেল দেয়া হয়। কিন্তু আমার চাহিদা দুইশর বেশি। প্রতিদিন তেল নিতে যে পরিমাণ লোকজন লাইনে দাঁড়ায় তার অর্ধেক তেলও ক্রেতাদের তিনি দিতে পারেন না। তেলের পরিমান বাড়ানোর জন্য তিনি টিসিবি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
সাহেব বাজারে বাজার করতে আসা আসাদুল নামে এক ব্যক্তি জানান, তার জীবনে এমন তেলের দাম দেখেন নি। কারণ স্বাধীনতার পর এই প্রথম তেলের দাম এমন হয়েছে। তিনি তেলের দাম নিয়ন্ত্রণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। একই কথা জানান, শরিফা নামের অপর এক নারী। তিনি জানান, এক বার পেঁয়াজের দাম বেশি, এর পর লাবনের দাম বেশি, শেষে মরিচের দাম বেশি। এবার তেল নিয়ে শুরু হয়েছে রানীতি। তিনি বলেন, বাংলাদেশে একবার কোনো কিছুর দাম বাড়লে আর দাম কমে না। এভাবে আর কতদিন চলবে। তিনি বাজার মনিটরিংয়ের বিষয়টিও উর জোর দয়োর আহŸান জানান।
নিউমার্কেট এলাকার সায়াবিন তেলের ডিলার মোসারফ হোসেন জানান, হঠাৎ করেই ভোজ্য তেলের বাজার অস্থিতর হওয়ার কোনো কারণ খুজে পাচ্ছেন না। তিনি। জানুয়ার প্রথম সপ্তাহ যাওয়ার পর থেকে লিটার প্রতি এক টাকা দুটা বাড়তে বাড়তে মাত্র এক মাসের ব্যবধানে এই তেলের লিটার প্রতি দাম বেড়েছে ২৫ থেকে ৩০টাকা। তিনি জানান, কোম্পানী বেশি দাম ছাড়া তেল দিচ্ছে না। যার কারণে তাদের বেশি দাম নিয়ে তেল বিক্রি করতে হচ্ছে।