ধূমকেতু নিউজ ডেস্ক : জামালপুরে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিস্ফোরকদ্রব্য রাখার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৫ সদস্যের প্রত্যেককে সাড়ে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে জামালপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই রায় ঘোষণা করেন।
সশ্রম কারাদণ্ড দেয়া হয় জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধ চিতলিয়া গ্রামের কারী সাইদুর রহমান, আক্কাস আলী, সাইদুল মিয়া, মো. রুকনুজ্জামান ও আজিজুল হককে। তবে রুকনুজ্জামান পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৫ জুলাই রাতে জামালপুর সদর উপজেলা ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধ চিতলিয়া গ্রামে বিস্ফোরক সংগ্রহ করে নাশকতার পরিকল্পনা করছিল জেএমবির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ থেকে র্যাবের একটি দল অভিযান চালিয়ে কারী সাইদুর রহমান, আক্কাছ আলী, সাইদুর মিয়া, রুকনুজ্জামান ও আজিজুল হককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাইপ টুকরো, কাঁচের বোতল, বিস্ফোরকদ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়।
এ ঘটনায় ময়মনসিংহ র্যাব-৯ কোম্পানি-২ এর ডিএডি জাহাঙ্গীর আলম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি বিচারের জন্য জামালপুর বিশেষ আদালতে পাঠানো হয়। মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।
রায়ে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ ২০০৮ এর ৮ ধারা অনুযায়ী আসামিদের ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ধারা ৯ (৩) উপধারা অনুযায়ী প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ধারা ১০ অনুযায়ী প্রত্যেক ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ খাজা আলম বলেন, আসামিরা প্রত্যেককেই জেএমবির সক্রিয় সদস্য। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এছাড়া পলাতক রুকনুজ্জামানকে অতিদ্রুত গ্রেপ্তার করে সাজার আওতায় আনার দাবি জানান তিনি।
তবে সাজাপ্রাপ্তদের পক্ষে তাদের স্বজন ফাতেমা বেগম বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে যাবো। সেখানে আমরা ন্যায়বিচার পাবো। ওরা কেউ জেএমবি করে না। ওদের ফাসানো হয়েছে।