ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর সাপাহারে ইয়াবা ও গাঁজাসহ আব্দুর রহিম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আব্দুর রহিম উপজেলার করমুডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, সোমবার সন্ধ্যা ৭ টায় থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৫৫০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। রাতেই তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সকালে মাদক ব্যবসায়ীকে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।