ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : বরেন্দ্র অধ্যুশিত এলাকা নওগাঁর পত্নীতলায় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃর্তপক্ষের (বিএমডিএ) সেচ ব্যবস্থাপনায় খরা মওসুমে চারিদিকে সবুজের সমারোহ। এতে উপকৃত হচ্ছেন কৃষকেরা।
জানা গেছে, ঠাঁ ঠাঁ বরেন্দ্রভূমির মধ্যে উপজেলার নির্মইল দিবর শিহাড়া আকবরপুর ইউনিয়ন এলাকায় যেখানে গভীর নলকূপ স্থাপন করা সম্ভব ছিলনা সেখানে বর্তমানে প্রযুক্তি খাটিয়ে সেচ ব্যবস্থা নিশ্চত করেছে বিএমডিএ। ওই এলাকায় বর্ষা মওসুমে এক ফসলের জমিতে এখন কৃষকরা একাধিক ফসল ঘরে তুলছেন। বোরো চাষসহ সরিষা,ভূট্টা গম, আলু ও নানা ধরনের সবজি চাষ করছেন তাঁরা।
পত্নীতলা জোন বিএমডিএ সূত্রে জানা যায়, উপজেলায় ৪৩৯টি গভীর নলকূপ, অগভীর (ঝঞড) ৯৭৫ এলএলপি বিদ্যুৎ চালিত ১৭ সৌর চালিত ২১ এবং প্রায় ৭ হাজার ডিজেল চালিত শালো রয়েছে। ধামইরহাটের বেড়িতলা ঘাটে আত্রাই নদীতে পন্টুন বসিয়ে ১২টি মটরের মাধ্যমে ১৬ ইঞ্চি তিনটি পাইপে করে মাটির ভেতর দিয়ে সাত কিঃ মিঃ দূরে পত্নীতলার শিহাড়া ইউনিয়নে মনোহরগঙ্গাঁ খাড়িতে ফেলা হচ্ছে। এর পর ওই খাড়ির ১৭ কিঃ মিঃ এর মধ্যে ২১টি সৌর চালিত মটরের মাধ্যেমে মাঠে সেচ ব্যবস্থা করা হয়েছে। এতে ৩ হাজার ৫শ বিঘা জমির সেচ সুবিধা পাচ্ছেন কৃষকরা। বিএমডিএর সেচ ব্যবস্থায় ১২ হাজার হেক্টর জমি রয়েছে।
এ বিষয়ে জামালপুর গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান বলেন, তাঁরা সমিতির মাধ্যেমে ২ হাজার টাকা একর প্রতি সেচ চার্জ দিয়ে বোরো চাষ করছেন তবে খুশি তাঁরা।
বিএমডিএ পত্নীতলা জোনের সহকারী প্রকৌশলী ইন্তেখাফ আলম জানান বিএমডিএ সেচ ব্যবস্থায় কৃষকের ফসল ফলাতে সহযোগীতা অব্যাহত রেখেছে, এখন বিদ্যুৎ পানির সংকট হয়না, সুষ্ঠ সেচ ব্যবস্থাপনার মধ্য দিয়ে কৃষকেরা তাঁদের কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারছেন।