ধূমকেতু নিউজ ডেস্ক : নেপিয়ারে বাংলাদেশ-নিউজিল্যান্ডের লড়াইটা ভালোই জমে উঠেছে। তবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাগড়া বসিয়েছে বৃষ্টি। একবার নয়। দু-দুবার বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে গেছে।
দ্বিতীয় দফায় বৃষ্টি শুরুর আগে ১৭ ওভার ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে কিউইরা। বৃষ্টি আইনে এখন বাংলাদেশের জয়ের জন্য ১৬ ওভারে দরকার ১৪৮ রান।
বাংলাদেশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল মেহেদি হাসান। তরুণ এই বোলার ৪ ওভার হাত ঘুড়িয়ে ৪৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন।
ওয়ানডে ক্রিকেটের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল বাংলাদেশ। বদলেছিল নেতৃত্বও। ওয়ানডে দলে নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল, টি-টোয়েন্টি সিরিজে যাঁকে পাচ্ছে না বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, ইশ সোধি, হামিশ বেনেট, অ্যাডাম মিলেন।