ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক আদিবাসী যুবক আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত গভীর রাতের কোন এক সময় সে আত্মহত্যা করে বলে জানান তার স্বজনরা।
আত্মহননকারী যুবক নাচোল উপজেলার সদর ইউনিয়নের রাজবাড়ী এলাকার মোহাম্মদপুরের আজমতপুর গ্রামের, সখিন খালকোর ছেলে রতন খালকো (৪২)।
নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা আত্মহত্যার বিষয়টি নিশ্চিৎ করে বলেন, আত্মহত্যার খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে রতন খালকোর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত রতনের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, রতন খালকো পেটের পীড়াসহ নানাবিধ জটিল রোগে দীর্ঘদিন হতে ভুগছিল। এ কারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।