ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদী হাসান চঞ্চল নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বেড়েরবাড়ি কটার মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, মেহেদী হাসান চঞ্চল খুব দ্রুত গতিতে নিজ বাড়ি থেকে মোটরসাইলে নিয়ে আড়ানীর দিকে আসছিল। এসময় সে বেড়েরবাড়ির কটার মোড় এলাকায় পৌঁছলে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেদী হাসান চঞ্চল বাউসা সরকার পাড়া গ্রামের মুকাম আলী প্রামানিকের ছেলে ও বাউসা কলেজের এইচএসসির ছাত্র। তার মৃত্যুতে আত্মীয় স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেদী হাসান সবার কাছে খুব প্রিয় ছিল। তাঁর মৃত্যুতে চেয়ারম্যানসহ অনেকেই সমবেদনা জানান।