ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : চৈত্রের রাগী নির্দয় রোদে কাঠ ফাটে, সেই থেকে নাম হয়ে গেছে কাঠ-ফাটা রোদ্দুর। বর্তমান প্রেক্ষাপট ঠিক এমনই এক পর্যায়। এখন দিনের বেলা প্রচন্ড রোদ্দুর তাপ, আর রাতে হালকা ঠান্ডা। অনেকেই বলছেন, এটি জলবায়ুর পরিবর্তন। আর এসব পরিবর্তনের কারণে এখন পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এলাকার কোন টিউবয়েলেই ঠিকমত পানি উঠছে না! ফলে হাফিয়ে উঠছে মানুষ ও প্রানীকুল। ক্ষতি হচ্ছে এ অঞ্চলের প্রধান অর্থকারী ফল আমসহ অনেক ফসলের।
উপজেলার আমোদপুর গ্রামের গৃহিনী তানিয়া হাসান বলেন, আমাদের বাড়ির বাইরে একটি টিউবয়েল এবং ভেতরে মটার ব্যবস্থা চালু আছে। বাইরের টিউবয়েলে গত ১০ দিন ধরে পানি উঠছে না। আর ভেতরে মটার চালু করলে বিগত সময়ে পানির টাংকি ভর্তি হতে যে সময় লাগতো-এখন তার চেয়ে তিনগুন বেশি সময় লাগছে। এতে করে বিদ্যুতের ব্যাপক অপচয় হচ্ছে। তার মতে, অনেকদিন ধরে বৃষ্টির দেখা না মেলা এবং প্রচন্ড রোদ্দুর কারণে এই সমস্যা দেখা দিয়েছে।
এদিকে মরমী শিল্পী আব্বাস উদ্দীনের সেই বিখ্যাত গান “আল্লাহ মেঘদে পানি দে ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে’’ গান গেয়ে মানুষের বাড়ী পাড়ি পানি চেয়ে ব্যাঙের বিয়ে দিচ্ছে কতিপয় শিশু। তাদের ধারণা, এ ভাবে মানুষের বাড়ী-বাড়ী গান গেয়ে পানি মানলে বৃষ্টি হবে।
উপজেলার তেপুকুরিয়া গ্রামের কৃষক দুলু সরকার এবং স্কুল শিক্ষক আবু সাঈদ বৃটেন বলেন, এখন ঘরে-বাইরে কোথাও যেন একটু স্বস্তি নেই। প্রখর রৌদের ফলে মাটি ফেটে চৌচির হয়ে পড়ছে। জলাশয়, খাল, বিল শুকিয়ে যাওয়ায় তরমুজ ক্ষেতে সেচ দেওয়া যাচ্ছে না। এমনকি পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিওবয়েলেও পানি পাওয়া যাচ্ছে না। খরায় পুড়ছে ফসলের ক্ষেত। প্রচন্ড রোদে কৃষকরা মাঠে কাজ করতে ভয় পাচ্ছে। এক কথায় খরা এবং তীব্র তাপদাহে সকল প্রাণী কুলের নাভিশ্বাস উঠেছে।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান (জনি) বলেন, প্রতি বছর চৈত্র মাসে সূর্য থেকে যেন আগ্নেয়গিরির উদগীরণ ঝরে পড়ে। এতে করে হাফিয়ে উঠে মানুষসহ প্রাণীকুল। বর্তমানে পুকুর এবং ছোট-খাট জলাশয় গুলো শুকিয়ে যাওয়ায় বাঘা উপজেলার অনেক উচু এলাকায় পানির জন্য হাহাকার শুরু হয়েছে। অপর দিকে প্রচন্ড রোদ্দুর তাপ এবং গরমের ফলে ঝরে পড়ছে এ অঞ্চলের প্রধান অর্থকারি ফসল আমের গুটি।
এ ছাড়াও বোটা শুকিয়ে খসে পড়ছে গাছের লিচু। দিনভর সূর্যতাপে নুইয়ে পড়ছে গাছের পাতাও। নেতিয়ে পড়েছে সবজি। ফসলি ক্ষেত বৃষ্টির অভাবে অনেকটা ক্ষতির সম্মুখীন। এর মধ্যে ইরি ধানের ক্ষেত ফেটে একাকার। তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি ফসল, গবাদী পশু, মৎস্যখাতে গুরুতর ক্ষতির সম্ভাবনা সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, গাছ হচ্ছে প্রকৃতির ইঞ্জিন। আজ সারা দেশব্যাপী প্রকৃতির যে রুড় প্রভাব এর একমাত্র কারণই হচ্ছে জলবায়ুর নেতিবাচক পরিবর্তন। আর পরিবর্তন যদি হয় ক্ষতিকারক, তবে সেটার মোকাবেলা করতে হবে আমাদের সবাইকে। এজন্য জাতীয় ভাবে সরকারের মাধ্যমে প্রত্যেক এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন আবশ্যক বলে তিনি মন্তব্য করেন।