ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : সঠিক পরিচর্যা ও নজরদারীর অভাবে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ চত্ত্বরের শতাধিক মেহগনির গাছ মারা গেছে। পরিষদের সংশ্লিষ্ঠ কর্মকর্তা ও কর্মচারিরা বলেন, এই চত্তরের মধ্যে গাছপালা রোপনের পর থেকে এ যাবত পর্যন্ত কোনো দিন পরিচর্যা বা তদারকি করা হয়নি। অবহেলা ও অযত্নের কারণে শতাধিক গাছ মারা যাচ্ছে। দ্রুত মরা গাছ গুলো কেটে ওই স্থানে নতুন করে বৃক্ষরোপন করার দাবী জানান তারা।
জানা গেছে, পুঠিয়া উপজেলা পরিষদ ১৯৮৬ সালে প্রায় ৩০ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। আর পরিষদের চারপাশে ৯০ সালের দিকে বিভিন্ন প্রকার গাছপালা রোপন করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশী রোপন করা হয় মেহগনির চারা। আর পরিষদের মধ্যে ছোট বড় মিলে প্রায় দু’হাজার মেহগনির গাছ রয়েছে। রক্ষনা-বেক্ষন ও পরিচর্যা না থাকায় বর্তমানে শতাধিক গাছ মরা গেছে।
উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িতপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, রোগবালাই না হলে মেহগনি গাছের জীবনকাল দীর্ঘদিন। তবে পরিষদের মধ্যে এই গাছ গুলো ঠিক কি কারণে মারা গেছে তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এই মূহর্তে সঠিক ভাবে বলা যাচ্ছে না। আর উপজেলা চত্তরে রোপনকৃত বৃক্ষ দেখভালের দ্বায়িত্ব পরিষদের।
ধোকড়াকুল ডিগ্রী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মুন্সি শাখাওয়াত হোসেন বলেন, ওই মেহগনির গাছের গোড়ায় দীর্ঘদিন মাটি জমাট থাকার কারণে মারা যেতে পারে। তাছাড়া নিয়মিত সঠিক পরিচর্যা না করলে মাটির নিচে এক জাতীয় পোকা রয়েছে সেগুলো গাছের মূল খেয়ে ফেলে। এতে করেও গাছ মারা যাওয়ার কারণ হতে পারে। গাছের প্রধানমূলতন্ত্র যেটা আছে তা মাটির উপরিভাগে বা সমতল স্তরের খাদ্য গ্রহণ করেন। সেখানে অপরিকল্পিত ভাবে অতিরিক্ত মাটি চাপা দেয়ার কারণে গাছ মারা যায়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূইয়া বলেন, উপজেলা পরিষদের মধ্যে গাছপালা মারা যাচ্ছে এমন কোনো খবর এখনো আমি পাইনি। তবে আগামী দু’একদিনের মধ্যে সরেজমিনে দেখে কি কারণে গাছ গুলো মারা যাচ্ছে সে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, ইতিমধ্যে পরিষদের মধ্যে মারা যাওয়া গাছ গুলো সনাক্তকরণ করা চলছে। যেহেতু এই গাছ গুলো সরকারী সম্পদ তাই বিধি মোতাবেক মৃত গাছ গুলো সরিয়ে সেখানে নতুন করে বৃক্ষ রোপন করা হবে।