ধূমকেতু প্রতিবেদক, জাহিদ হাসান সাব্বির : গত রোববার আগাম কাল বৈশাখী ঝড়ের তান্ডবে রাজশাহীতে আম ব্যবসায়ীরা বড় ক্ষতির সম্মূখীন হয়েছে।
গত রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে হঠাৎ ব্যাপক ঝড়ো হাওয়া সহ, ঝিরিঝিরি বৃষ্টিতে এবং ধুলো ঝড়ে আম গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। আগাম এই শুকনো ঝড়ে গাছের কড়ালি আম, ডালপালা পড়ে যায়। উল্লেখ্য, রাজশাহী ও চাঁপাই-নবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, আম রপ্তানিতে দেশের র্শীষ অবস্থানে রয়েছে উত্তরাঞ্চলের এই দুই জেলা। আগাম এই ধুলো ঝড়ে গাছে থাকা কড়ালি আম ব্যাপক হারে ঝড়ে যায়। এতে এইবারে ব্যবসায় ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রায়পাড়ায় এক আম বাগানে যেয়ে দেখা যায়, বাগানটিতে প্রায় ৬০ শতাংশ আম ঝরে গেছে, আম গুলো ঝড়ে যাওয়ার বিষয়ে সেই বাগানের যিনি যোগানদেন তিনি ধূমকেতু নিউজকে বলেন, এইবার ঝড় যদি বৃষ্টির সাথে হতো তাহলে এতো ক্ষয়ক্ষতি হতো না, শুধু ধুলো ঝড় হওয়ায় কড়ালি আম গুলো ব্যাপক হারে ঝড়ে গেছে, এতে স্বাভাবিক বছরে একটি গাছ থেকে ১২ থেকে ১৫ মণ আম পাওয়া যেত কিন্তু এইবার আগাম ঝড়ে ৪ থেকে ৫ মণ পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।