ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার কিংবদন্তি নাম শাবানা। সাদাকালো যুগে তার চলচ্চিত্রে আগমন। উর্দু, হিন্দি, বাংলা- অভিনয় করেছেন তিন ভাষার চলচ্চিত্রেই৷ নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে৷
অনেক বছর ধরেই সিনেমায় নেই তিনি৷ আমেরিকার সপরিবারে স্থায়ী হয়েছেন৷ মন দিয়েছেন সংসার ও ধর্ম কর্মে৷ হঠাৎ আসেন বাংলাদেশে, নির্দিষ্ট কাজ শেষে ফিরে যান।
সম্প্রতি আওয়ামীলীগের হয়ে রাজনীতির সঙ্গে জড়িয়েছেন। স্বামী শিবলি সাদিকের জন্য চেয়েছিলেন মনোনয়ন৷ সেই প্রচার কার্যক্রমে অংশ নিতেই সর্বশেষ এসেছিলেন বাংলাদেশে।
এই অভিনেত্রী হঠাৎ আলোচনায় এলেনে ১০ লাখ টাকার সহায়তা ঘোষণা দিয়ে। আফরোজা সুলতানা রত্না নামের একটি ফেসবুক আইডি থেকে নিজেকে শাবানা দাবি করে এই সহায়তার ঘোষণা দেয়া হয়েছে৷ এরপর থেকেই বিষয়টি আলোচনায় এসেছে চলচ্চিত্রপাড়ায়।
তবে এ আইডি সত্যিই শাবানার কি না তা নিশ্চিত করতে পারলেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা৷ অনেকেই দাবি করছেন, আইডিটি ফেইক৷ অভিনেত্রী শাবানা সোশাল মিডিয়ায় এক্টিভ নন। কোথাও তার কোনো আইডি নেই।