ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ফেন্সিডিলসহ শ্রী মিন্টু (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইফসুফপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিন্টু রাজশাহী জেলার মতিহার থানাধীন বুধপাড়া ভার্সিটি কলোনী এলাকার মৃত চাপাতি হাড়ির ছেলে।
র্যাব-৫ সিপিএসসি এর কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার এ.টি.এম মাইনুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইফসুফপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শ্রী মিন্টুকে ১২৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।