ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : ভালবাসার ফাঁদে ফেলতে না পেরে রাজশাহীর পবার নওহাটা এলাকার জান্নাতুল ফেসদৌস রিয়াকে জোর করে উঠিয়া নিয়ে বিয়ে করেন মোহনপুর উপজেলার মৌগাছি পশ্চিমপাড়া এলাকার আহাদের ছেলে আবির হোসেন। রিয়ার পরিবার সম্মানের ভয়ে অপহরণকারীকে জামাই হিসাবে মেনেও নিয়েছিলেন। কিন্তু জামাই আবির যে একজন হিংস্র তা জানতো না রিয়ার বাবার পরিবার। জোর করে বিয়ে করার পর রিয়াকে প্রতিনিয়ত মারধর করতো আবির। বাবার বাড়ি থেকে যৌতুকের জন্য টাকা আনার কথাও বলতো। রিয়া বাবার বাড়ি থেকে টাকা আনতে রাজি না হলে চলতো তার উপর শারীরিক নির্যাতন। অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় মেয়ের সুখের জন্য দেড় লাখ টাকা দেন রিয়ার বাবা। তারপরও অত্যাচার বন্ধ হয়নি। আবিরের দাবি করা যৌতুকের ৩ লাখ টাকা দিতে না পারায় শেষ পর্যন্ত জীবন দিতে হলো রিয়াকে। এমনি ঘটনা ঘটেছে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের পশ্চিম পাড়ায়। এঘটনায় রিয়ার বাবা আমিনুল ইসলাম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ শ্বাশুড়ি ও ননদকে আটক করেছে।
মামলা সূত্র জানা গেছে, গত দেড় বছর আগে নওহাটা স্কুলের সামনে থেকে জোর করে রিয়াকে তুলে নিয়ে যায় মোহনপুর মৌগাছি এলাকার আহাদের ছেলে আবির। বিয়ের কিছু দিন যেতে না যেতেই তিনলাখ টাকা যৌতুক দাবি করে আবির। ওই টাকা বাবার বাড়ি থেকে আনার জন্য রিয়াকে চাপ দেয়। রিয়া বাবার বাড়ি থেকে টাকা আনতে রাজি না হলে তার উপর নির্যাতন চালানো হয়। ইতিমধ্যে বাবা আনারুল ইসলাম মেয়ের সুখের জন্য দেড় লাখ টাকা দিয়েছেন। তাতেও মন ভরেনি আবিরের। বাকি দেড় লাখ টাকার জন্য প্রতিনিয়ত চালানো হয় নির্যাতন।
গত ১৩ সেপ্টেম্বর রিয়া ফোন করে তার পরিবারকে জানায়, যৌতুকের আরো দেড় লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে। কিন্তু একদিন যেতে না যেতেই ১৪ সেপ্টেম্বর পাষান্ড আবির তার বাবা-মা এবং বোন রিয়ার উপর নির্যাতন চালায়। এতে রিয়া মারা যায়। এসময় আবির তার বাবা আহাদ আলী, মা রেনুকা বেগম বোন শাকিলা খাতুন কৌশলে রিয়ার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে রিয়ার বাবার বাড়িতে খবর দেয়া হয়। রিয়ার বাবা আনারুল জামাইয়ের বাড়িতে গিয়ে দেখতে পান রিয়ার লাশ বিছানায় পড়ে আছে। তার শরীরে মারধরের অসংখ্য চিহ্ন। পরে থানা পুলিশকে খবর দিলে মোহনপুর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে রিয়ার লাশ উদ্ধার করে। একই সাথে রিয়ার বাবা আনারুল ইসলাম বাদি হয়ে মোহনপুর থানায় চারজনকে আসামী করে একটি নারী নির্যাতন ও হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আবিরের মা রেনুকা বেগম, বোন শাকিলা খাতুনকে আট করলেও মামলার অন্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি নিয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, আসামীরা পলাতক থাকায় তাদের আটক করা যাচ্ছে না। তবে আটকের বিষয়য়ে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।