ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ীর দেওপড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জুামান আখতার আজ বৃহস্পতিবার রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ে চল্লিশ সেট বেঞ্চ প্রদান করেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর অর্থায়নে এই বেঞ্চ প্রদান করা হয় বলে জানান চেয়ারম্যান।
তিনি বলেন, অত্র ইউনিয়নের কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষা প্রদান ব্যহত না হয় সেদিকে তিনি সার্বক্ষণিক নজর রাখেন। এর ধারাবাহিকতায় তিনি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুজ্জামান এর হাতে এই বেঞ্চ তুলে দেন।
এসময় দেওপাড়া ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি রওশন আরা বেগম, ইউপি সচিব জিব্রাইল ও এলজিডিই গোদাগাড়ীর উপসহকারী প্রকৌশলী শাহিন সালাম উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বলেন, তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখেন এবং নিয়মিত প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করেন। সেইসাখে পাঠদানসহ তাদের সমস্যা গুলো শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। তিনি এর পূর্বেও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের সহযোগিতা করেছেন বলে জানান চেয়ারম্যান।