ধূমকেতু নিউজ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ৩০ বছর পর চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। এর আগের মৌসুমে তারা জিতেছিল ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের শিরোপা। অথচ তারাই এবার মৌসুম শেষ করছে ট্রফিলেস অবস্থায়। শুধু তাই নয়, আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিটও অনিশ্চিত ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।
সবশেষ শনিবার রাতে তুলনামূলক দুর্বল নিউক্যাসল ইউনাইটেডকেও হারাতে পারেনি অলরেডরা। নিজেদের ঘরের মাঠে আরও একটি ব্যর্থতার গল্প লিখে তারা ম্যাচ শেষ করেছে ১-১ গোলের ড্রয়ে। যার ফলে নেমে গেছে পয়েন্ট টেবিলের ছয় নম্বর স্থানে।
অথচ ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই লিড নিয়েছিল লিভারপুল। বাম দিক থেকে আসা সাদিও মানের ক্রস ক্লিয়ার করতে পারেনি নিউক্যাসল। ফলে ডি-বক্সে বল পেয়ে যান মোহামেদ সালাহ। বাম পায়ের শটে লক্ষ্যভেদে ভুল করেননি মিশরিয়ান ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার ২০তম গোল।
এই এক গোলের সুবাদেই জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিকরা। সে মোতাবেকই এগুচ্ছিল ম্যাচ। কিন্তু নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ে ঘটে সর্বনাশ।
ম্যাচের ৯০ মিনিট পেরিয়ে আরও তিন মিনিটের মাথায় প্রথমে একবার গোল করে নিউক্যাসল। কিন্তু সেটি বাতিল হয় হ্যান্ডবলের কারণে। দুই মিনিট পরে আর ভুল করেনি তারা। এবার গোল করেন জো উইলক। নিউক্যাসল পায় একটি পয়েন্ট।
এই ড্রয়ের ফলে ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে এখন ছয় নম্বরে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে থাকতে হবে সেরা চারে। তাই এখন বাকি ম্যাচগুলোতে শুধু তাদের জিতলেই হবে না, হারতে হবে চার-পাঁচে থাকা চেলসি ও ওয়েস্ট হ্যামকেও।