IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে এনজিও কর্মকর্তা (ব্র্যাক) সড়ক দুর্ঘটনায় নিহততানোরে মডেল পাইলট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগআ.লীগ সরকার পতনের একমাস, যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসিইসি আউয়াল কমিশনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতিগোমস্তাপুরে জোরপূর্বক দখলে নেয়া জমি ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলনমান্দা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহিদি মার্চ’ কর্মসূচি শুরুধামইরহাটে মাদকের বিরুদ্ধে মানববন্ধনগোমস্তাপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, মাদ্রাসা শিক্ষক আটকওয়ার্ল্ড ভিশন গোদাগাড়ী এপির উন্নয়ন উদ্যোগ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনামহাদেবপুরে বজ্রপাতে ছেলে নিহত বাবা আহতফুলবাড়ী অবৈধ্য স্থাপনা উচ্ছেদে ৭২ ঘন্টা সময় দিলেন পৌর প্রশাসকবদলগাছীতে পটল ক্ষেতে মিললো গুড় ব্যবসায়ীর লাশ‘শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে’
Home >> খেলা >> ব্যাকফুটে বাংলাদেশ

ব্যাকফুটে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রীলংকার ৪৯৩ রানে ইনিংস ঘোষণার পর ২২৪ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনের প্রায় সবটাই দারুণ খেলল বাংলাদেশ। তবে পুরোটা নিজেদের করে নেয়ার দ্বারপ্রান্তে এসেও ব্যর্থ। তামিমের ঝড়ো অর্ধশতকের পর মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে সাইফ হাসান (২৫) আর নাজমুল হোসেন শান্ত (০) ফিরলে অম্ল মধুর কাটল বাংলাদেশের সেশনটা।

এরপর দলীয় ১৫১ রানে তিন অঙ্ক ছুঁতে ব্যর্থ তামিম নার্ভাস নাইন্টিজে ফিরলে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। দারুণ সব স্ট্রোকে মোমিনুলের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি নিজেও পৌঁছে গেছিলেন অর্ধশতকের দোরগোড়ায়। কিন্তু না, বিধি বাম! মুশিকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে চা বিরতিতে যায় শ্রীলঙ্কা।

ইনিংসের তখন ৬২ তম ওভারের খেলা চলছে। ৪০ রান নিয়ে ব্যাট করছেন মুশফিক। ওপর প্রান্তে ৪৭ রান নিয়ে ফিফটির আশায় দাঁড়িয়ে আছেন অধিনায়ক মোমিনুল হক সৌরভ। অভিষিক্ত প্রভীন জয়াবিক্রমা ব্যক্তিগত ২১তম ওভারের চতুর্থ বলটি ডেলিভারি দিলেন, দ্রুতই সেটি আঘাত হানে মুশফিকের প্যাডে। সঙ্গে সঙ্গে সমস্বরে জোরালো আবেদন।

পিছনে ব্যাটের সাপোর্ট থাকায় সে আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে উৎসবে মাতেন লঙ্কানরা। আর বিমর্ষচিত্তে মাথা নিচু করে মাঠ ছাড়েন মি. ডিপেন্ডেবল। যাতে ২১৪ রানেই চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। ফেরার আগে ৬২ বলে সাতটি চারের মারে ৪০ রান করেন মুশি, সেইসঙ্গে মোমিনুলের সঙ্গে গড়েন ১১১ বলে ৬৩ রানের প্রত্যয়দীপ্ত জুটি।

এরপর মাঠে নামেন দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরি করা মুমিনুল হক। এই ম্যাচের প্রথম ইনিংসেও শুরু থেকেই খেলছিলেন দায়িত্ব নিয়ে। কিন্তু এরপরই মুমিনুল হক ফিরে গেছেন সাজঘরে। রামেশ মেন্ডিসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে। মুমিনুল ৪৯ রানে আউট হওয়ার পর ৮ রান করে সাজঘরে ফেরত গেছেন লিটন দাসও।

অর্থাৎ লঙ্কার ৪৯৩ রানের জবাবে এখন অনেকটাই ব্যাকফুটে বাংলাদেশ। টাইগারদের ৬ উইকেটের ৪টিই শিকার করেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার জয়াবিক্রমা।

এর আগে সকালে আগের দুই ইনিংসের মতোই আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরু করেন তামিম ইকবাল। পাল্লেকেলেতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ক্যারিয়ারের ৩১তম অর্ধশতক তুলে নিয়ে পৌঁছে যান শতকের দোরগোড়ায়। কিন্তু না, আবারও তিন অঙ্ক ছুঁতে ব্যর্থ তামিম ফিরলেন নার্ভাস নাইন্টিজেই।

দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টার শেষ মুহূর্তেই সেই প্রভীন জয়াবিক্রমার স্পিনে স্লিপে দাঁড়ানো থিরিমান্নের হাতে ধরা পড়ে বিদায় নেন তামিম। ফেরার আগে ১৫০ বলে খেলেন ৯২ রানের আরেকটি আক্ষেপ ছড়ানো ইনিংস। যে ইনিংসে ছিল ১২টি চারের মার।

বিদায়ের আগে মোমিনুলের সঙ্গে তৃতীয় উইকেটে ৯৮ বলে গড়েন ৫৪ রানের জুটি। আর এরই সঙ্গে ইনিংসের ৪৪তম ওভারে গিয়ে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ, ১৫১ রানের মাথায়। একইসঙ্গে এ নিয়ে টানা তিন ইনিংসেই অর্ধশতক হাঁকালেন তামিম।

এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান তুলেই ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ১৪০ রান করেন লাহিরু থিরিমান্নে। দলনায়ক দিমুথ করুনারত্নের ব্যাট থেকে আসে ১১৮ রান। এছাড়া ওশাদা ফার্নান্ডো ৮১ ও নিরোশান ডিকওয়েলা করেন অপরাজিত ৭৭ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ। এছাড়া তাইজুল, শরিফুল ও মিরাজ নেন একটি করে উইকেট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30