ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের নিয়ে দোয়া মাহফিল ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে নওদাপাড়া পিএসএস’র কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। মেসার্স শাম্মী এন্টারপ্রাইজ এর প্রোপাইটর শাহিনের সহযোগীতায় ২৫০জন প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিল ও ইফতার বিতরণীতে উপস্থিত ছিলেন, মেসার্স শাম্মী এন্টারপ্রাইজ এর প্রোপাইটর শাহিন, ১৭ নং ওয়ার্ড (পূর্ব) সেচ্ছাসেবক লীগের সভাপতি বুলবুল আহমেদ, ১৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা জয়েল রানা টিটু, পাতা বাহার গ্রুপের সভাপতি ফাতেমা বেগমসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।