ধূমকেতু নিউজ ডেস্ক : মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী।
রোববার সকাল থেকে যাত্রীরা ঘাটে আসতে শুরু করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কোন ফেরি ছেড়ে যায়নি।
জানা গেছে, দেশের সব ফেরিঘাটে বিজিবির টহলের মধ্যেই যাত্রীরা বিভিন্ন কৌশলে ঘাটে জড়ো হচ্ছেন। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে বিপুল সংখ্যক যানবাহন।
মাওয়া ঘাটের ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন বলেন, ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে পারাপারের জন্য হাজার হাজার যাত্রী জড়ো হয়েছে।
শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ বলেন, ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যখন কোন অ্যাম্বুলেন্স আসবে তখন ফেরি ছাড়া হবে। এখনো ঘাট থেকে কোন ফেরি ছাড়ার সিদ্ধান্ত হয়নি।