ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ঈদ মানে আনন্দ। আর এ আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে চাই বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু। তিনি নিজ উদ্যোগে আগত ঈদুল ফিতর কে সামনে রেখে ৩ হাজার নারী-পুরুষদের মাঝে ঈদের উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেছেন।
সোমবার সকালে তাঁর বাড়ির সামনে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে তিনি এসব উপহার বিতরণ করেন।
সকাল ৮ টায় শাড়ি ও লুঙ্গী বিতরণ কালে শাহিনুর রহমান পিন্টু বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বঞ্চিত না হন এ কথা চিন্তা করে আমি আপনাদের মাঝে সামান্য কিছু নতুন কাপড় উপহার দিচ্ছি। আপনারা সবায় আমার জন্য দোয়া করবেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সহধর্মিনী সমাজ সেবীকা ফজীলা বেগম, পিতা মসলেম উদ্দীন, ভাই ফয়সাল আহম্দে তুহিন, সুজন মাহমুদ প্রমুখ।
এদিকে শাড়ি-লুঙ্গী পাওয়া খদেজা বেগম ও রহিম উদ্দিন তাদের অভিমত ব্যাক্ত করে বলেন, এখানে আনেক রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি রয়েছে। সবাই যদি পিন্টু ভাইয়ের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিতো তাহলে সমাজের অস্বচ্ছল মানুষ গুলোর দুঃখ লাঘব হতো। তারা আর যাই হোক, ঈদের দিন একটি নতুন শাড়ি পরতে পারতো। পিন্টুর এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান এবং সৃষ্টি কর্তার নিকট তাঁর জন্য দোয়া কামনা করেন।