ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী দেওয়ার নাম করে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় ১১টি মামলার পলাতক আসামি শাহারিয়ার আহাম্মেদ (৪০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টায় দৌলতপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের আব্দুল রশিদের ছেলে, শাহারিয়ার আহাম্মেদ।
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার সিরাজগঞ্জ উপজেলা থেকে নেটওয়ার্ক ট্যাকের মাধ্যমে শাহারিয়া আহাম্মেদকে বুধবার দিবাগত রাত ১১ টার সময় আটক করে দৌলতপুর থানা পুলিশ। শাহারিয়া আহাম্মেদ বিরুদ্ধে দৌলতপুর থানায় চাকুরী দেওয়ার নাম করে প্রতারনা সহ ১১টি মামলা রয়েছে এবং একটি মামলার সাজাভূক্ত পলাতক আসামী বলে তিনি জানান। বৃহস্পতিবার দুপুরে শাহারিয়ার আহাম্মেদকে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে শাহারিয়া আহাম্মেদ গ্রেপ্তারের কথা শুনে বিভিন্ন এলাকা থেকে পাওনাদারদের থানায় ভিড় করতে দেখা গেছে।