ধূমকেতু নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করাই একমাত্র লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কঠিন হলেও এ স্বপ্ন অপূর্ণ রাখা হবে না।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন। বৈঠকের পর সচিবালয়ে সীমিত প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ বৈঠকে গণভবন থেকে যুক্ত হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে শোক প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা স্থবির হলেও বাধা অতিক্রমের ক্ষমতা মানুষের আছে বলেও উল্লেখ করেন তিনি।
পরে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচি অষ্টম পর্বে সম্প্রসারণের প্রস্তাব (গ্রামে গ্রামে চাকরি) অনুমোদন করে।