ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। জন্মদিন উপলক্ষে বেলা ১১ টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে নগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে দলীয় কার্যালয়ে দেশরত্ন শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবন ও সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর পূর্বে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনা সারা বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছেন। করোনাকালীন সময়ে তিনি দেশের মানুষের সর্বোচ্চ সহযোগিতা করে আসছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে অদ্যবধি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’
সভা সঞ্চালনায় ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনাকে বারবার হত্যা করার অপপ্রয়াস করেছে কিছু ঘাতক দল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন। দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ও দলীয় নেতাকর্মীদের প্রেরণা যুগিয়ে যাচ্ছেন।’
আরও বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহীন আকতার রেনী ও বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
সভায় নগর আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, বেলা ১২ টার দিকে নগরীর রানীবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে রাজশাহী জেলা আওয়ামী লীগ। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজি আব্দুল ওয়াদুদ দারা, সংরক্ষিত মহিলা আসনের এমপি আবিদা আঞ্জুম মিতা, সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দিন লাবলুসহ নেতৃবৃন্দ।
অপরদিকে, রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ে বেলুন উড়িয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সহ-সভাপতি আরিফুল ইসলাম রাজা, মাহমুদ ফয়সাল সজল, মোজাহিদ হোসেন মানিক ও সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, জেলা যুবলীগের দপ্তর-সম্পাদক মিজানুর রহমান (পল্লব), প্রচার সম্পাদক ইঞ্জিঃ রফিকুজ্জামান রফিক, উপ-প্রচার সম্পাদক শাহাদত হোসেন পিন্ট, সহ-সম্পাদক আবুল কাশেম, হোসেন, যুবনেতা মন্টু, সাইফুল, পবা যুবলীগ নেতা শফিকুল চৌধুরী ছাত্রনেতা মামুন, শিবলি ও তন্ময়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের উদ্যোগে দুপুর ৩টার দিকে নগর আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবন ও সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও পরিচালনায় ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব।
এসময় বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্ভূক্ত সকল ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।