ধুমকেতু ডেস্ক : কোভিড-১৯ এর কারণে বেশ কয়েকমাস ভিয়েতনামে আটকেপড়া ১১৩ বাংলাদেশিরা দেশে ফিরেছেন। বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। মঙ্গলবার বিকেল ৪টা ২ মিনিটে যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।
জানা যায়, বিমান চলাচল বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না তারা। বাংলাদেশ ও ভিয়েতনাম সরকারের সহযোগিতায় দেশটির রাজধানী হ্যানয় থেকে মঙ্গলবার আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনে ইউএস-বাংলা এয়ারলাইন্স। পূর্ব এশিয়ার এ দেশে প্রথম ফ্লাইট পরিচালনা করল দেশের শীর্ষ এই বেসরকারি উড়োজাহাজ সংস্থা।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ১১৩ বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। ভিয়েতনাম ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করে সব যাত্রী ভ্রমণ করেন। ফলে কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।