ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : ভ্যানিটিব্যাগের ভিতর করে ফেনসিডিল নিয়ে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে অপেক্ষারত দুই নারী মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। রোববার (২৭ জুন) সকাল সাড়ে নয়টার দিকে বগুড়ার আদমদীঘির পূর্ব ঢাকারোড নামক স্থান হতে তাদের গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনীর মোকছেদ আলীন স্ত্রী মর্জিনা বেগম (৫০) ও নওগাঁর রানীনগর থানাধিন পারইল গ্রামের খোরশেদের স্ত্রী আছমা খাতুন (৪০) নামের দুই নারী মাদকব্যবসায়ী রোববার (২৭ জুন) সকাল সাড়ে ৯ টার সময় ভ্যানেটি ব্যাগ ভর্তি ৪০ বোতল ফেনসিডিল নিজ হেফাজতে রেখে বগুড়া-নওগাঁ মহাসড়কের পূর্ব ঢাকারোড নামক স্থানে অপেক্ষা করার সময় থানা পুলিশ গোপন সংবাদে ফেনসিডিল সহ তাদের গ্রেপ্তার করেন। এব্যাপারে এসআই রাকিব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন ফেনসিডিল উদ্ধার ও মামলা দায়েরের কথা নিশ্চিত করেন।