ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : কঠোর লকডাউনের তৃতীয় দিনে সরকারি বিধিনিষেধ বাস্তবায়ন, সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহারে জন্য পুঠিয়া উপজেলায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও সোনাবাহিনী।
অভিযানের শুরুতে শনিবার উপজেলার বানেশ্বর বাজার করোনা সচেতনতায় মানুষকে উদ্বুদ্ধকরণে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব মেনে চলার। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার, সাবান দিয়ে হাত ধোঁয়ার জন্য আহবান জানান ইউএনও।
এসময় বাজারের খোলা দোকান পাঠ বন্ধ করা হয়। সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে পুলিশ ও সেনাবাহীর একটি টহল দল পুঠিয়ার সদরসহ বিভিন্ন এলাকায় টহল দেয়।
সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হন। জরুরি প্রয়োজনে যদি বের হন তাহলে অবশ্যই যেন তারা মাস্ক পরেন এবং স্বাস্থ্যবিধি মেনে বের হন।