ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ২৪ ঘন্টায় রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার রাজশাহী জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০১ জন, পুঠিয়া থানা ০২ জন, বাগমারা থানা ০৬ জন, চারঘাট মডেল থানা ০২ জন, বাঘা থানা ০২ জনকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে ০২ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৪ জনকে মাদকদ্রব্যসহ ০৮ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, পুঠিয়া থানা পুলিশ ১নং বাবু (৩০) কে ১৮০ গ্রাম গাঁজা এবং ২নং আনোয়ার হোসেন (২৩) কে ০৫ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করে। বাগমারা থানা পুলিশ ১নং সেলিম সরদার (৩৭) এবং ২নং আশরাফুল ইসলাম (৩৮) কে ২৩গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।