ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বলাই চন্দ্র কুমার (২০) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ।
নিহত বলাই চন্দ্র কুমার উপজেলার ধোপাপাড়ার গ্রামের রঘুনাথ কুমারের ছেলে ও বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে হাড়োখালী বিলের মধ্যে একটি আম বাগানে এ ঘটনা ঘটে।
থানার উপপরিদর্শক ও ঘটনা তদন্তকারী কর্মকর্তা আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বাবা রঘুনাথ কুমার বলেন, সকাল ১১ টার দিকে বিলের জমি দেখতে বাড়ি থেকে বের হয়। এরপর দুপুরে ওই এলাকার লোকজন বাড়িতে খবর দেয় বলাই আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
তিনি বলেন, হয়তো ব্যক্তিগত হতাশা থেকে বলাই আত্মহত্যা করতে পারে। তবে সে নিরিহ প্রকৃতির ছেলে ছিল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলাই আত্মহত্যা করেছে। তবে তার পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।