ধূমকেতু প্রতিবেদক, পাবনা : গাজীপুর ও সিরাজগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ শীর্ষ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শনিবার (১৭ জুলাই) দিবাগত রাত দেড় টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পল্লী বিদ্যুৎ বারোইপাড়া রোড মোল্লাপাড়া এবং সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কড্ডার মোড় ও এসএস রোড এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানাধীন রুপশা এলাকার মৃত দেলশাদের ছেলে আলহাজ্ব (৩২), নওগা জেলার সদর থানাধীন চকবিলাকি এলাকার খোকা সরদারের ছেলে রাজু (২৫), দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন শিমনা এলাকার সহিদুল ইসলামের ছেলে সজিব আহম্মেদ (১৯), সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়াগবিন্দ (মিলনমোড়) এলাকার আব্দুল মতিন শেখের ছেলে তারিফ শেখ (৩৫), মৃত গংগা প্রসাদের ছেলে শ্রী প্রশান্ত কুমার (৩৮) এবং এসএস রোড (মনোহারী পট্টি) এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে আব্দুর রউফ লিটন (৪৬)।
র্যাব-১২ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে শনিবার (১৭ জুলাই) দিবাগত রাত দেড় টার দিকে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পল্লী বিদ্যুৎ বারোইপাড়া রোড মোল্লাপাড়া মোড় আব্দুল্লাহ অটো হাউজের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৯৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আলহাজ্ব (৩২) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা নগদ ৫৭০/- টাকা ও ০১ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে গাজীপুরের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, শুক্রবার (১৬ জুলাই) দুপুর ১২ টার দিকে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কড্ডার মোড়ে এসআই বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২৮৪ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী রাজু (২৫) ও সজিব আহম্মেদ (১৯) কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা নগদ ৪৬৫০/- টাকা ও ০২ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৪ (গ) ধারায় ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, শুক্রবার (১৬ জুলাই) দুপুর সোয়া ১ টার দিকে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ সদর থানাধীন এসএস রোডের ভিআইপি মোড়স্থ লিলি কসমেটিক্স ষ্টোরের সামনে পাকা রাস্তার পার্শ্বে অভিযান চালিয়ে ০৩ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী তারিফ শেখ (৩৫), শ্রী প্রশান্ত কুমার (৩৮) ও আব্দুর রউফ লিটন (৪৬) কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা নগদ ৩৬০০/- টাকা ও ০৩ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৪(ক) ধারায় ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।