ধূমকেতু নিউজ ডেস্ক : হারারে স্পোটর্স ক্লাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিদে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ম্যাচে আগে বোলিং করছে বাংলাদেশ দল।
প্রায় ২৩ মাস পর ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
নিষেধাজ্ঞার পর ক্রিকেটে ফিরে অন্য দুই ফরম্যাটে খেললেও এতোদিন দেশের হয়ে কোন টি-টোয়েন্টি ম্যাটে মাঠে নামেননি সাকিব।
সবশেষ ২০১৯ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার।
সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বসিত টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ। যদিও পঞ্চপাণ্ডবের অন্যতম দুই তারকা তামিম ইকবাল ও মুশফিক এ সিরিজে অনুপস্থিত। তবে সোহান, আফিফের ফর্মের দিকে চেয়ে আছেন মাহমুদউল্লাহ।
আজও একাদশে সুযোগ হয়নি শামীম পাটওয়ারীর। তামিমের অনুপস্থিতিতে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে থাকবেন নাঈম শেখ।
প্রথম টি-টোয়েন্টির জন্য দুই দলের একাদশ-
বাংলাদেশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে: রায়ান বার্ল, রেগিস চাকাভা, তাদিওয়ানাশে মারুমানি, তারিসাই মুসাকান্দা, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি ও রিজার্ড এনগারাভা।