ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে জিতল শ্রীলংকা। তাও আবার ৮ ওভার হাতে রেখে!
এতে হোয়াইটওয়াশ এড়ানো গেলেও সিরিজ হারের তেতো স্বাদ নিতেই হচ্ছে দাসুন সানাকার দলের।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি ৩ উইকেটে নিজের করে নিল স্বাগতিক শ্রীলংকা।
বৃষ্টিতে ৩ ওভার কমে যায় ৪৭ ওভারে নেমে আসে ম্যাচ।
আগে ব্যাট করতে নেমে স্পিনবান্ধব উইকেটে তালগোল পাকিয়ে ফেলে ভারতীয় ব্যাটসম্যানরা।
লঙ্কান দুই স্পিনার আকিলা ধনাঞ্জয়া ও প্রবীণ জয়াবিক্রমার তোপে ২২৫ রানেই অলআউট হয় টিম ইন্ডিয়া।
ফিফটি আসেনি একটিও। ১ রানের জন্য ওপেনার পৃথ্বী শকে ফিফটি বঞ্চিত করেন লঙ্কান অধিনায়ক সানাকা।
জয়াবিক্রমার ঘূর্ণিতে ফার্নান্দোর হাতে ক্যাচ তুলে দিয়ে ৪ রানের জন্য ফিফটি বঞ্চিত হন সাঞ্জু স্যামসনও।
এছাড়া ধনাঞ্জয়ার ঘূর্ণিতে এলবিডব্লিউ হওয়ার আগে ৪০ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। আর বাকিরা বিশের কোটা পার হতে পারেননি।
৩টি করে উইকেট নিয়েছেন ধনাঞ্জয়া ও জয়াবিক্রমা, দুটি নিয়েছেন দুশমন্ত চামিরা। চামিকা করুণারত্নে ও শানাকা দুজন মিলে ১৪ ওভারে মাত্র ৫৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
২২৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় আভিস্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকসার ফিফটিতে সহজ জয়ের পথেই এগোচ্ছিল শ্রীলংকা।
৯৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেন ওপেনার আভিস্কা। ১২ বাউন্ডারি হাঁকিয়ে ৫৬ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রাজাপাকসে।
১ উইকেট হারানোর পর আভিস্কা- রাজাপাকসার জুটি ১৪৪ রান পর্যন্ত নিয়ে যায়। কিন্তু এ দুজন আউট হয়ে ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। ৭০ রান যোগ করতে আরো ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়েন রমেশ মেন্ডিস ও আকিলা ধনাঞ্জয়া। ৮ ওভার তথা ৪৮ বল বাকি থাকতেই ভারতকে ৩ উইকেটে হারায় শ্রীলংকা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নিল ভারত।