ধূমকেতু প্রতিবেদক : আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে মহানগরীর ১৯ নং ওয়ার্ড এলাকার সকল স্কুল প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষকদের সংবর্ধান প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। সোমবার বিকাল ৪টায় ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, শিক্ষকরা আমাদের গর্ব ও অহংকার। তাদের উপর আমাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা নির্ভর করে, তাই সকল শিক্ষকদের কাছে আহব্বান জানান যে আপনারা স্কুল খোলার সাথে সাথেই শিক্ষা ব্যবস্থা সচল রাখার সকল পরিকল্প্রগ্রহণ করবেন, স্কুল বন্ধ থাকায় পরিস্কার পরিচ্ছন্নতা খেয়াল রাখবেন, এবং বাল্য বিবাহ রোধে ব্যাপক প্রচারনা করবেন বলে অনুরোধ করেন। কাউন্সিলর উপস্থিত সকলকে শুভেচ্ছা স্মারক হিসেবে উপহার প্রদান করেন।
এসময় আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ মুজিবব রহমান, শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামানিক, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক শাহাদাৎ হোসেন, ছোটবনগ্রাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন।