ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক, আদর্শিক ও স্থানীয় সাংসদের বিশস্ত নেতৃত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দেওপাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বেলাল উদ্দিন সোহেলকে সমর্থন জানিয়েছেন ইউপির আদিবাসিরা।
শুক্রবার (১৩ আগষ্ট) দেওপাড়া ইউনিয়নের ৬ নম্বার ওয়ার্ডের আদিবাসি নেতা বকুল-এর নেতৃত্বে আদিবাসি যুবকরা সাড়ইল কার্যালয়ে এসে বেলাল উদ্দিন সোহেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তারা তাদের প্রত্যাশার কথা জানিয়ে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে তারা বেলালকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চান এবং বেলালের সঙ্গেই তারা আদিবাসি সম্প্রদায় রয়েছেন।
তারা বলেন, বর্তমান চেয়ারম্যান এলাকার কোনো উন্নয়ন করতে পারেনি, তাই জনগণ উন্নয়ন বান্ধব নেতা বেলালকে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।