জনপ্রিয় একটি ফল ড্রাগন। গণচীনের লোকেরা এটিকে ফায়ার ড্রাগন ফ্রুট এবং ড্রাগন পার্ল ফ্রুট বলে। ভিয়েতনামে সুইট ড্রাগন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ড্রাগন ফ্রুট, থাইল্যান্ডে ড্রাগন ক্রিস্টাল নামে পরিচিত। রাজশাহীতে বাড়ীর ছাদেই চলছে ড্রাগন ফলের চাষ। বাড়ীর ছাদে চাষ হলেও বার মাসই ফল থাকে এই গাছে। বেশ কয়েকটি ফুলকে সুগন্ধি ছড়াতেও দেখা যাচ্ছে। ছবিটি রাজশাহীর ফটো সাংবাদিক গুলবার আলী জুয়েলের বাসা থেকে তোলা।