ধূমকেতু প্রতিবেদক, পোরশা : জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁর পোরশায় প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র নিজ উদ্যেগে রোববার দুপুরে নিতপুর মোবারক হোসেন প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুই শতাধীক শিক্ষার্থীদের মাঝে ওই খাবার বিতরণ করা হয়।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষে খাবার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্, নিতপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি এনামুল হক ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহম্মেদ উপস্থিত ছিলেন।
এর পূর্বে নিতপুর দলীয় কার্যালয়ে শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।