ধূমকেতু প্রতিবেদক : মাদক ছাড়, না হয় রাজশাহী ছাড়তে হবে। আগামী ১৬ ডিসেম্বরের পূর্বেই রাজশাহী মেট্রোপলিটন এলাকাকে সম্পূর্ণরুপে মাদক মুক্ত করা হবে। মঙ্গলবার বেলা ১১টায় আরএমপি কাশিয়াডাঙ্গা বিভাগ বিট পুলিশিং আয়োজনে সভায় প্রধান অতিথিরি বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন।
তিনি বলেন, জনগণের দৌড় গড়ায় পুলিশের সেবা পৌঁছে দেয়ার জন্য বিট পুলিশিং গঠন করা হয়েছে। কাশিয়াডাঙ্গা বিভাগের কাশিায়াডাঙ্গা থানায় ৫টি, কর্ণহার থানায় ৮টি এবং দামকুড়া থানায় ৮টি সহ মোট ২১টি বিট পুলিশিং গঠন করা হয়েছে।
এখান থেকে জনগণের বেশীরভাগ সমস্যা সমাধান করা হবে। দায়িত্বপ্রাপ্ত অফিসার প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট সময়ে বিট পুলিশিং অফিসে বসবেন এবং অভিযোগ গ্রহন করবেন। সেগুলো আবার নিয়ম মাফিক নথিজাত করবেন। দায়িত্বপ্রাপ্ত অফিসার না পারলে পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবেন বলে উল্লেখ করেন তিনি। এক কথায় জনগণকে আর থানায় দৌড়াদৌড়ি করতে হবে না।
তিনি আরো বলেন, পুলিশকে আরো জনকল্যাণ ও জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে সরকার এবং বর্তমান আইজিপি এই পদক্ষেপ নিয়েছেন। তবে মাদকের বিষয়ে কোন ছাড় নাই বলে জানান তিনি। মাদক নির্মুল করতে সকলের সহযোগিতা কামনা করেন কমিশনার।
কাশিয়াডাঙ্গা কলেজ কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, আরএমপি কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন) সুজায়েত ইসলাম, পবা উপজেলা পরিষদ চেয়ারমান মুনসুর রহমান ও কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ গোলাম গাউস। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্ণহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিন।
আরো বক্তব্য রাখেন কাশিয়াডাঙ্গা থানা বিট পুলিশিং এর সাধারণ সম্পাদক নাহিদ আকতার নাহান, গোলজারবাগ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। এছাড়াও পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, বিট পুলিশিং এর অন্যান্য সদস্যবৃন্দ ও সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।