ধূমকেতু প্রতিবেদক : রাজারহাতা মালোপাড়া বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম লাল অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডের ২০৩ নং রুমে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার রাত ১০টায় তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি অসুস্থ সিরাজুলের চিকিৎসক ও পরিবারের কাছে তাঁর খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, নগর কৃষক লীগের সভাপতি রহমতউল্লাহ্ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর ছাত্রলীগের ধর্ম সম্পাদক আরেফিন পারভেজ বন্ধন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইচিব এর সাধারণ সম্পাদক মনম দাস, রামেক হাসাপাতালের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর স্বেচ্ছাসেবী ইউনিটের ফজলে রাব্বি ও রায়হানুল ইসলাম শুভ।
এছাড়াও রামেক হাসপাতালে ৫২ নং ওয়ার্ডে ২৮ (পূর্ব) নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক নাসিবুল ইসলাম এর স্ত্রী তাহমিনা বেগম ও বোয়ালিয়া (পূর্ব) থানা কৃষক লীগের কর্মী জালাল সরকারের স্ত্রী রজিনা খাতুন এবং ১৩ নং ওয়ার্ডে রামেক হাসাপাতালের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর স্বেচ্ছাসেবী ইউনিটের রায়হানুল ইসলাম শুভ এর দাদা তোমেজ উদ্দিন চিকিৎসাধীন আছেন। সেখানে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।