ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে অতিনিন্মমানের ইট দিয়ে কাজ করছেন ঠিকাদারের লোকজন। আর এতে স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। তারা বলছেন সড়ক ও জনপথের দ্বায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের গাফলতির কারণে ঠিকাদারের লোকজন কাজে ব্যাপক অনিয়ম করছেন। নিন্মমানের ইটের ব্যবহার না করতে ঠিকাদারের লোকজনকে অবহিত করেও কোনো লাভ হচ্ছে না। যার কারণে এলাকার লোকজন তাদের নির্মিত কাজ ভেঙ্গে দিয়েছেন।
সড়ক ও জনপথের রাজশাহী বিভাগ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত অর্থ বছরে ১৩০ কোটি টাকা ব্যয়ে পুঠিয়া-ভবানীগঞ্জ ২৭ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শুরু হয়। আর এই নির্মাণ কাজটি করছেন আমিনুল হক কনেস্টকশন কোম্পানি।
সরে জমিনে রোববার (২৯ আগস্ট) উপজেলার ধোপাপাড়া বাজার এলাকায় সড়কের দুই পাশে গাইড ওয়াল নির্মাণ কাজ চলছে। তবে নির্মিত ওয়ালে ব্যবহারকৃত ইট গুলোর মান নিয়ে স্থানীয়রা নানা প্রশ্ন তুলছে। বাজারের উত্তরপ্রান্তে ধোপাপাড়া কলেজের সামনে এলাকার লোকজন ক্ষীপ্ত হয়ে নির্মাণাধিন গাইড ওয়াল ভেঙ্গে ফেলেছেন।
আশরাফুল ইসলাম নামের স্থানীয় একজন ব্যবসায়ি বলেন, নিয়ম অনুসারে সড়কের গুরুতপূণ বা বাজার এলাকায় নির্মিত সড়ক ঢালাই হবে। আর ঢালায়ের অংশের সড়কের দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করা হবে। তবে ঠিকাদারের লোকজন শুরু থেকে এখানে অতিনিন্মমানের ইট ব্যবহার করছেন। বিষয়টি সড়ক ও জনপথের দ্বায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের অবহিত করেও কোনো লাভ হয়নি। যার কারণে এলাকার লোকজন কয়েকদফা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। স্থানীয়দের চাপের কারণে দুই দফা নিম্মমানের ইট গুলো সরিয়েও নেয় ঠিকাদারের লোকজন। তবে গত দুই দিন থেকে আবারো ওই ইট দিয়ে কাজ শুরু করা হয়। এতে করে রোববার সকালে বাজারের লোকজন নির্মিত ওয়ালের অংশ ভেঙ্গে ফেলে দেয়।
নজরুল ইসলাম নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাঠ সুপারভাইজার বলেন, আমরা যে ইট ব্যবহার করছি সেটারও মান খারাপ নয়। তবে এখন বর্ষা মৌসুম চলছে। বেশীর ভাগ ভাটায় গুনগত মানের ইট নেই। আমরা বিভিন্ন এলাকা থেকে ইট সংগ্রহ করে কাজ চালিয়ে যাচ্ছি। তবে এই কাজ খারাপ হলে অব্যশই সড়ক ও জনপথ বিভাগ প্রশ্ন তুলতেন। কিন্তু এলাকার লোকজন ইটের মান খারাপ হচ্ছে এমন অযুহাতে কাজ বন্ধ করে দিয়েছেন। বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে সড়ক ও জনপথের রাজশাহী বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোহাস্মদ সামসুজ্জোহা বলেন, নিন্মমানের ইট দিয়ে এই সড়কে কাজ করার কোনো সুযোগ নেই। বিষয়টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে একাধিকবার বলা হয়েছে। আর কাজ খারাপ হলে স্থানীয়রা প্রতিবাদ করবেন এটাই স্বাভাবিক। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।