ধূমকেতু প্রতিবেদক, রংপুর : কোন ভাবে থামছেই না তিস্তার ভাঙ্গন। দিন যত যাচ্ছে ততই ভাঙ্গন তীব্র হচ্ছে। কর্তৃপক্ষের নেই তেমন কোন পদক্ষেপ। গত কয়েকদিনের ভাঙ্গনে গঙ্গাচড়ায় বিনবিনিয়া চরের মানচিত্র বদলে গেছে। দফায় দফায় বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি ও কমানোর সাথে ভাঙ্গনে দিশেহারা হয়েছে নদী পাড়ের মানুষজন।
গত ১ মাস ধরে তিস্তার এ খেলায় কোলকোন্দ ইউনিয়নের বিনবিনিয়া চরের মানচিত্র বদলে গেছে। গ্রামটির এক সাথে বসবাসরত প্রায় সাড়ে ৩ শতাধিক পরিবারের বাড়ি, আবাদী জমি ও গাছ পালা হারিয়ে এখন নিঃস্ব। শত শত একর আবাদী তিস্তায় পরিণত হয়েছে। নষ্ট হয়েছে আমন ক্ষেত। ভাঙ্গন অব্যাহত থাকায় বিনবিনার পাকা রাস্তাসহ স্বেচ্ছাশ্রমের বাঁধ ও ৪ কিলোমিটার বেড়ি বাঁধটি বিলীন হয়েছে। বেড়ি বাঁধ ভেঙে যাওয়ায তিস্তার পানি বিনবিনিয়া প্রবেশ করে গ্রামটির ১ হাজার পরিবার ১৫ দিন ধরে পানিবন্দি হয়ে আছে।
এছাড়া লক্ষীটারী ইউনিয়নের পশ্চিম ইচলির দেড় ১শ পরিবার বাড়ি জমি জমা হারিয়েছে। তিস্তার পানি বৃদ্ধি আবার দুদিনের মধ্যে কমা আবার তিন দিনের মধ্যে কমা এভাবে গত ১ মাস ধরে তিস্তার খেলায় মানুষজনের কেউ সব কিছু হারিয়ে অন্যত্র চলে যাচ্ছে আবার কেউ দীর্ঘদিন ধরে পানিবন্দি অবস্থায় মানবিক জীবন যাপন করছে। ভাঙন কবলিত পরিবারগুলো সরকারিভাবে পায়নি কোন আর্থিক সহায়তা। পানিবন্দি ও ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সরকারিভাবে পাওয়া ১০ কেজি করে চালই শান্তনা। ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড নেয়নি জোড়ালো কোন পদক্ষেপ।
তিস্তা বেষ্টিত বিভিন্ন এলাকার রাস্তা, ব্রিজ, জমি, বাড়ি ভেঙে যাচ্ছে। ভেসে গেছে পুকুর, মৎস্য খামার ও জলাশয়ের কয়েক লক্ষ টাকার মাছ। আর তিস্তার পানি সরাসরি প্রবেশ করায় মটুকপুর, চিলাখাল, সাউদপাড়া, কুড়িবিশ্বা, ইচলি, পাইকান হাজীপাড়া, মিনার বাজার, ছালাপাক, মর্নেয়াচরসহ নিম্ন এলাকার প্রায় ৩ হাজার পরিবার ১৫ দিনের বেশী সময় ধরে কষ্টে পানির মাঝে বসবাস করছে।
ভাঙ্গন নিঃস্ব বিনবিনিয়ার নেরগান, আহাম্মদ, আকবার, মনতাজ কাজি, কালাম, আলিমুদ্দি, ইমতিয়াজ, পারভিন, কামরুজ্জামান, মিলন, আনোয়ার, জয়নাল জানান, গত ১ মাস ধরে তিস্তার ভাঙ্গা গড়ার খেলায় গ্রামের সাড়ে ৩শ এর বেশি মানুষ বাড়ি, জমি হারিয়ে এখন নিঃস্ব।
পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান জ্যোতি প্রসাদ জানান, ভাঙ্গন এলাকাগুলিতে আমাদের কর্মকর্তা কাজ করছেন। বড় ধরণের ক্ষতি এরাতে জায়গায় জায়গায় জিও ব্যাগ ফেলানো হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম জানান, ভাঙন কবলিত ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর তালিকা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের কাছে চাওয়া হয়েছে। তালিকা পেলে টিনসহ আর্থিক সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।