ধূমকেতু প্রতিবেদক, মোরশেদুল ইসলাম রবি, বগুড়া : এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে তেলিহারা, ভান্ডারপাইকা, নরুইল, দক্ষিণভাগসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ। ভ্যান, অটোরিক্সা, সাইকেল, মোটরসাইকেলসহ নানা রকম যানবাহন। ফসল মৌসুমে গাড়ি চলাচল বেড়ে যায় কয়েক গুণ।
বন্যার সময় এই রাস্তাটি করতোয়া নদীর ঘাট হিসাবে ব্যবহার হচ্ছে ফলে দক্ষিণ পাশের ফসলি জমিতে পানি ডুকতে পারেনা।
কয়েক দিনের টানা বর্ষনে নদীতে পানি বৃদ্ধি হয়ে বন্যায় রূপ নিয়েছে। পানির ধাক্কা লাগছে রাস্তাটিতে। এই মূহুর্তে পানির ধাক্কায় রাস্তাটির অনেক জায়গা ভেঙ্গে গেছে। উপড়ে পরেছে গাছপালা।
ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়েছে রাস্তার অনেকাংশ। এই রাস্তাটি ভেঙ্গে গেলে চরম দূর্ভোগে পড়বে হাজার হাজার মানুষ। রাস্তাটি সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ার পূর্বেই দ্রুত সংষ্কারের পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড়দাবি এলাকাবাসীর ।