মোহাম্মদ মোবারক হোসাইন : মুত্তাকী শব্দটি তাকওয়া শব্দ থেকে উৎপত্তি। তাকওয়া শব্দের আভিধানিক অর্থ ভয়,ভীতি, বেঁচে থাকা ইত্যাদি।
শরীয়তের পরিভাষায়, মুত্তাকী বলা হয়,পরকালীন জীবনে ব্যক্তির ক্ষতির কারণ হতে পারে এমন কাজ ও বিষয় থেকে যে ব্যক্তি বিরত থাকে।
পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তায়ালা মুত্তাকিনদের পরিচয় ও গুণ বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন-
الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ – والَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ.
অর্থঃ ‘যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে।
আর যে কিতাব তোমাদের ওপর নাজিল করা হয়েছে এবং তোমার আগে যেসব কিতাব নাজিল করা হয়েছিল সে সবগুলোর ওপর ঈমান আনে আর আখেরাতের ওপর বিশ্বাস রাখে।’ (সুরা বাকারা : আয়াত ৩-৪)
যুগে যুগে কাফির, মুশরিক,মুনাফিকেরা ইসলামের ক্ষতি করতে আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের এসব চক্রান্ত আল্লাহ তায়ালা নিমিষেই শেষ করে দিচ্ছে। কাফির, মুশরিকদের চক্রান্ত নিয়ে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
ذٰلِکُمۡ وَ اَنَّ اللّٰهَ مُوۡهِنُ کَیۡدِ الۡکٰفِرِیۡنَ
অর্থঃ এটা তোমাদের জন্য, আর নিশ্চয়ই আল্লাহ্ কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করেন।
পবিত্র কুরআন মাজিদের সূরা রাদ এ আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
وَ قَدۡ مَکَرَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِهِمۡ فَلِلّٰهِ الۡمَکۡرُ جَمِیۡعًا ؕ یَعۡلَمُ مَا تَکۡسِبُ کُلُّ نَفۡسٍ ؕ وَ سَیَعۡلَمُ الۡکُفّٰرُ لِمَنۡ عُقۡبَی الدَّارِ
অর্থঃ তাদের আগে যারা ছিল, তারাও চক্রান্ত করেছিল। কিন্তু সব চক্রান্ত আল্লাহর এখতিয়ারভুক্ত। প্রত্যেক ব্যক্তি যা করে তিনি তা জানেন। অবিশ্বাসীরা শিগগিরই জানতে পারবে শুভ পরিণাম কার জন্য। (সুরা : রাদ, আয়াত : ৪২)
আর যখন কোনো মুমিন ব্যক্তি হঠাৎ করে বিপদে পড়ে যায়,তখন কাফের সম্প্রদায় সবচেয়ে খুশি হয়, তাদের এমন কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
اِنۡ تَمۡسَسۡكُمۡ حَسَنَةٌ تَسُؤۡهُمۡ وَاِنۡ تُصِبۡكُمۡ سَيِّئَةٌ يَّفۡرَحُوۡا بِهَا ۚ وَاِنۡ تَصۡبِرُوۡا وَتَتَّقُوۡا لَا يَضُرُّكُمۡ كَيۡدُهُمۡ شَيۡـــًٔا ؕ اِنَّ اللّٰهَ بِمَا يَعۡمَلُوۡنَ مُحِيۡطٌ
অর্থঃ যদি তোমাদের কল্যাণ হয়, তা তাদেরকে দুঃখ দেয়, আর যদি তোমাদের অকল্যাণ হয়, তাতে তারা আনন্দিত হয়, যদি তোমরা ধৈর্যশীল হও এবং তাকওয়া অবলম্বন কর তবে তাদের চক্রান্ত তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না, নিশ্চয় তারা যা কিছু করছে, আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন। [ সুরা আলে ইমরানঃ আয়াত ১২০]
উপরিক্ত আয়াতের চমৎকার ব্যাখ্যা পাওয়া যায় তাফসীরে তাবারীতে, সেখানে উল্লেখ আছে যে,
“তাদের কাফের সুলভ মনোভাবের আরো প্রমাণ হলো, তাদের অবস্থা এই যে, তোমরা কোন সুখকর অবস্থার সম্মুখীন হলে তারা দুঃখিত হয়, আর তোমরা কোন বিপদে পতিত হলে তারা আনন্দে গদগদ হয়ে ওঠে। অতঃপর আয়াতে এ ধরনের লোকদের চক্রান্ত এবং শক্রতার অশুভ পরিণাম থেকে নিরাপদ থাকার জন্যে একটি সহজ সুন্দর ব্যবস্থা বাতলে দেয়া হচ্ছেঃ “তোমরা ধৈর্য ধারণ করলে এবং তাকওয়া অবলম্বন করলে ওদের চক্রান্ত তোমাদের বিন্দুমাত্রও অনিষ্ট করতে পারবে না”।
কাতাদা বলেন, আয়াতের অর্থ হচ্ছে, যখন তারা মুসলিমদের মধ্যে পরস্পর বন্ধুত্ব ও ঐক্যবদ্ধতা দেখে এবং শক্রদের উপর মুসলিমদের বিজয় প্রত্যক্ষ করে, তখন তারা কষ্ট পায়। আর যখন মুসলিমদের মধ্যে দলাদলি ও মতবিরোধ হয়েছে দেখতে পায়, অথবা মুসলিমদের কোন পরাজয় লক্ষ্য করে, তখনি তারা খুশীতে আত্মহারা হয়ে পড়ে। যখনি তাদের এ ধরনের লোকের আবির্ভাব হবে, তখনি আল্লাহ্ তাআলা তাদের গোপন অবস্থা প্রকাশ করে দিবেন। কিয়ামত পর্যন্ত তাদের এ অবস্থা চলতে থাকবে।
আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে কুরআনের বর্ণনা অনুযায়ী প্রকৃত মুত্তাকি হওয়ার তাওফিক দান করুন। এবং কাফির তথা ইসলামের পরাশক্তির কাছে বিজয়ী মুত্তাকি হয়ে দুনিয়া ও পরকালের সফলতা লাভের তাওফিক দান করুন। আমিন।
লেখক : মোহাম্মদ মোবারক হোসাইন, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা, ধর্মপুর, সদর, নোয়াখালী।