ধূমকেতু প্রতিবেদক, পাবনা : শুক্রবার সন্ধায় পাবনা আতাইকুলা থানার বনগ্রাম বাজার বণিক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুদ দেলোয়ার।
প্রধান অতিথি সাথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুদ দেলোয়ার ঔতিহ্যবাহী বনগ্রাম বাজার বণিক সমিতির নব নির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। সেই সাথে সকল সদশ্যকে শততার সাথে কাজ করার অনুরোধও জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন, শ্রী কার্তিক চন্দ্র সাহা সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ সাথিয়া উপজেলা শাখা সোহেল রানা খোকন ভাইস চেয়ারম্যান সাঁথিয় উপজেলা পরিষদ
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনসুর আলম, আর আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিরাজুল ইসলাম বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বনগ্রাম বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি ব্যবসায়ী শ্রী কার্তিক চন্দ্র সাহা।
পরিচালনায় ছিলেন, বনগ্রাম বাজার বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহিম বাবু।