ধূমকেতু প্রতিবেদক, মান্দা : দৈনিক ইত্তেফাক পত্রিকার নওগাঁর মান্দা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমানের পিতা সেফাতুল্যা মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধক্যজনিত কারণে রোববার বিকেল ৫টার দিকে নিজ বাসভবনে মারা যান তিনি। সেফাতুল্যা মোল্লা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের টিটিহারী গ্রামের মৃত সোনা মোল্লার ছেলে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সাংবাদিক হাবিবুর রহমানের পিতার মৃত্যুতে মান্দা প্রেসক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
এছাড়া শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বকুল ও গিয়াস উদ্দিন প্রামানিক, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজীবুর রহমান ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র।