ধূমকেতু নিউজ ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ। একাধিক বিষয়ে শিক্ষক নেবে স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রভাষক (বাংলা)
পদ সংখ্যা: ২ জন।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি।
পদের নাম: সহকারী শিক্ষক (গণিত)
পদ সংখ্যা: ২ জন।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: জুনিয়র শিক্ষক
পদ সংখ্যা: গণিত-২ জন, ইংরেজি-২ জন, প্রি-প্রাইমারি (মহিলা)-৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: গণিত ও ইংরেজি বিষয় শিক্ষকের ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। প্রি-প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
পদের নাম: ইনফরমেশন সেন্টার ইনচার্জ
পদ সংখ্যা: মহিলা-১ জন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
পদের নাম: শিক্ষক সহকারী
পদ সংখ্যা: মহিলা-৮ জন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। চৌকস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অতিরিক্ত যোগ্যতা
প্রভাষক, সহকারী শিক্ষক এবং জুনিয়র শিক্ষক পদে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা, ইংরেজিতে পাঠদানে দক্ষ ও মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদানে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন
প্রতিষ্ঠানের প্রচলিত নিয়মমানুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন-বৃত্তান্ত, সকল সনদের সত্যায়িত কপি ও দুই কপি ছবিসহ আগামী ১১ অক্টোবর (সোমবার), ২০২১ তারিখের মধ্যে- অধ্যক্ষ, কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ২৭৫, প্রেমবাগান, দক্ষিণখান, উত্তরা, ঢাকা-১০০০ বরাবর পৌঁছাতে হবে।