ধূমকেতু প্রতিবেদক : ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণকপাড়া মোড়ে গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১ টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী গণতান্ত্রিক আন্দোলনের রূপকার জোনায়েদ সাকি।
রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে ৪ দফা দাবিতে সকল স্তরের জনসাধারণের প্রতি বৃহত্তর ঐক্যের ডাক দেন তিনি। ভোটাধিকার পুনরুদ্ধারে এই ৪ দফা দাবী রাজশাহীবাসীর সামনে তুলে ধরেন তিনি।
১.বর্তমান সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আগামী ৩টি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে করতে হবে।
২.বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনে নিয়োগ ও সকল সাংবিধানিক পদসমূহে স্বাধীন সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ দিতে হবে।
৩. সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করে সংসদ সদস্যদের কথা বলা এবং ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
৪. সংসদে সংখ্যানুপা।