IMG-LOGO

শনিবার, ২৪শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সফর ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ক্ষমতার জন্য লড়াই করেনি, সিস্টেম রিফর্মেশনের জন্য করেছে : উপদেষ্টা আসিফ মাহমুদক্রিকেটকে বিদায় জানালেন ভারতের শিখর ধাওয়ানবাঘায় মন্দিরের প্রতিমা ভাংচুর মামলায় গ্রেপ্তার ১রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যুমোহনপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনভারতে পালানোর সময় বিচারপতি মানিক আটকসাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের কারণবন্যায় মৃত্যু বেড়ে ১৫, ক্ষতিগ্রস্ত ৪৯ লাখ মানুষ ত্রাণ মন্ত্রণালয়সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ বনানী থেকে গ্রেপ্তারধামইরহাটের নয়া পৌর প্রশাসক এডিসি বিরোদা রানী রায়বড়াইল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগনাচোলে স্কুলছাত্র হত্যা মামলার আসামী আটকবেগুন গাছে টমেটো চাষে সাড়া ফেলেছেন বদলগাছীর ফারুকসাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামানের নামে নওগাঁয় মামলানাচোল পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ, আ.লীগের কাউন্সিলরদের ধাওয়া
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> রাসিক মেয়র লিটনের দুই বছরে বদলে যাচ্ছে ৩০টি ওয়ার্ডের রাস্তা ও ড্রেনের চিত্র

রাসিক মেয়র লিটনের দুই বছরে বদলে যাচ্ছে ৩০টি ওয়ার্ডের রাস্তা ও ড্রেনের চিত্র

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের দুই বছরেই ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেনসহ ব্যাপক অবকাঠামো উন্নয়ন হয়েছে। ভাঙা ও খানাখন্দে ভরা রাস্তা হয়েছে নতুন ঝকঝকে।

মহানগরীতে উড়াল সড়ক নির্মাণ, গুরুত্বপূর্ণ মোড়সহ সড়ক প্রশস্তকরণ, দৃষ্টিনন্দন ফুপপাত ও আইল্যান্ড নির্মাণের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে চলছে কর্মযজ্ঞ। দুই বছরে ৩০টি ওয়ার্ডে প্রায় ২৪ কিলোমিটার নতুন রাস্তা, প্রায় ৪৪ কিলোমিটার পুরাতন রাস্তার কার্পেটিং কাজ, প্রায় সাড়ে ২২ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে। বর্তমানে সিসি ও কার্পেটিং রাস্তা, পুরাতন রাস্তা কার্পেটিং, ড্রেন নির্মাণসহ নানাবিধ উন্নয়ন কাজ চলমান রয়েছে। সিটি মেয়রের দিক নির্দেশনায় ওয়ার্ডের উন্নয়ন কাজ তত্ত্বাবধায়ন করছেন কাউন্সিলরা।

২০১৮ সালের ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ৫ সেপ্টেম্বর গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র লিটনকে শপথবাক্য পাঠ করান। এরপর ৫ অক্টোবর ১০৩ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দায়িত্ব বুঝে নেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও রাজশাহী মহানগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন, আধুনিক, উন্নত ও বাসযোগ্য নগর গড়তে কাজ শুরু করেন মেয়র লিটন। এরই অংশ হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রতিটি ওয়ার্ডের উন্নয়নে প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন তিনি। দুই বছরের মধ্যেই ওয়ার্ডের উন্নয়ন চিত্রই পাল্টে গেছে।

রাজশাহী সিটি কর্পোরেশনে ১নং ওয়ার্ডে ৯৯১ দশমিক ৯০ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ৬৬৩ দশমিক ৭৭ মিটার পুরাতন রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন ও ১৪৯৬ দশমিক ৩২ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ২নং ওয়ার্ডে ১৩৩৯ দশমিক ৩ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ১১১১ দশমিক ১০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন ও ১১১৩ দশমিক ৩৩ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ৩নং ওয়ার্ডে ১০৪৮ দশমিক ৮০ নতুন কার্পেটিং রাস্তা, ৯৫৬ মিটার পুরাতন রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ৬৮৫ দশমিক ১০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ৪নং ওয়ার্ডে ২৬৭ দশমিক ৫০ নতুন কার্পেটিং রাস্তা, ১৭৫৫ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ১৯২ দশমিক ৫০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ৫নং ওয়ার্ডে ২৭৭১ দশমিক ৭০ নতুন কার্পেটিং রাস্তা, ১০২৫ দশমিক ২৮ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ৬নং ওয়ার্ডে ১৫৫০ দশমিক ৪৫ নতুন কার্পেটিং রাস্তা, ১০৩৫ দশমিক ৫০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ১১০৯ দশমিক ৪০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ৭নং ওয়ার্ডে ৭৮৬ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ৬৫৬৪ দশমিক ১০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ১৯৬২ দশমিক ২০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ৮নং ওয়ার্ডে ৪৫৪ দশমিক ৫০ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ১৭০৭ দশমিক ২০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ৯২ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ৯নং ওয়ার্ডে ২২৬ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ১৩৫০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হয়েছে। ১০নং ওয়ার্ডে ১৫৩ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ১২৫৯ দশমিক ৮০ মিটার পুরাতন রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ১৯ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ১১নং ওয়ার্ডে ১৮৮৯ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ৯ দশমিক ৫০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ১২নং ওয়ার্ডে ১৫৭ দশমিক ৮০ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ১১২৬ দশমিক ৯০ মিটার পুরাতন রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ৬৪৩ দশমিক ১০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ১৩নং ওয়ার্ডে ৬২ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ৩১৭২ দশমিক ৫০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ১১৭ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ১৪নং ওয়ার্ডে ২৬৩৬ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ১৪৭০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ১৫নং ওয়ার্ডে ১৬৫৭ দশমিক ৮০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হয়েছে। ১৬নং ওয়ার্ডে ১৫৩৩ দশমিক ৭৫ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ১৬৭৪ দশমিক ১০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ৩০৩৩ দশমিক ৮৬ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ১৭নং ওয়ার্ডে ১১২২ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ১৯৩২ দশমিক ৭৫ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ২৩৪৯ দশমিক ১৬ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ১৮নং ওয়ার্ডে ২০৮০ দশমিক ৮৫ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ১২৩ দশমিক ৮০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ৩৯৫ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ১৯নং ওয়ার্ডে ২৬৬৪ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ৪৬৫ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ২১১৫ দশমিক ৮৫ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ২০নং ওয়ার্ডে ৬১১ দশমিক ৯০ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ২৩২৪ দশমিক ৯৫ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ১৯২ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ২১নং ওয়ার্ডে ১৩৫৫ দশমিক ৫০ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ৬৮২ দশমিক ৯০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ১৯১.২০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ২২নং ওয়ার্ডে ৪৫৫ দশমিক ৪০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হয়েছে। ২৩নং ওয়ার্ডে ৯৪ দশমিক ৩০ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ৩২২ দশমিক ৩০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হয়েছে। ২৪নং ওয়ার্ডে ৯৫০ দশমিক ৯০মিটার নতুন কার্পেটিং রাস্তা, ৯৪০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ৫৭৪ দশমিক ৫০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ২৫নং ওয়ার্ডে ৩৬০ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ৩৬০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ৩৬০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ২৬নং ওয়ার্ডে ৭৯৪ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ৩৮২২ দশমিক ৭৫ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ৫৬৬ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ২৭নং ওয়ার্ডে ৪০০ দশমিক ৬০ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ১৪৩৩ দশমিক ৩০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ২৪২৫ দশমিক ২১ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ২৮নং ওয়ার্ডে ১০২ দশমিক ২০ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ২০৬৪ দশমিক ৫০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হয়েছে। ২৯নং ওয়ার্ডে ১৪২৭ দশমিক ৭০ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ৩২৮ দশমিক ৮০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, ৩৩৯ দশমিক ৭০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। ৩০নং ওয়ার্ডে ১০২২ দশমিক ৮৫ মিটার নতুন কার্পেটিং রাস্তা, ২৯৭ দশমিক ৮০ মিটার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন এবং ১৩৫ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে।

রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর প্রতিটি ওয়ার্ডে এ কাজ শেষ পর্যায়ে। এছাড়াও রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ রাস্তা ও নর্দমার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিটি ওয়ার্ডে দেড় কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। চলমান ও ভবিষ্যতের কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে আগামীতে আরো উন্নয়ন ও নতুন রূপ পেতে যাচ্ছে প্রতিটি ওয়ার্ড।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031