আদিত্য রহমান :
পাথরের মত তুমি নির্দয় পাষাণ হৃদয়
কেমন করে তোমার মন পেলাম জানিনা!
কেমন করে কবিতার ছলে তোমাকে
এতটা ভালোবেসেছি তাও ঠিক মনে পড়ে না ।
কি করে আমায় এত বড় দুঃখ দিতে পারলে?
ভাবতে হবাক লাগে কি করে এমন কষ্ট দিলে?
একবারও কি মনে হয়নি আমি কে তোমার!
ভালোবাসার রঙ ফ্যাকাসে হবে না তো!
ভয় হয় কখনও দূরে চলে যাবে না তো!
জানি তুমি কখনও ধোকা দেবেনা আমায়।
সে বিশ্বাস তোমার প্রতি আমার আছে।
কিন্তু মাঝেমধ্যে এমন করে আঘাত কর কেন?
আমাকে কষ্ট দিয়ে তুমি কি এমন সুখ পাও!
আগুনে পুড়িয়ে কতটুকু আনন্দ পাও!
যত পারো কষ্ট দাও আমাকে জ্বালাও,পুড়াও
শুধু ক্ষত স্থানে ভালোবাসার প্রলেপ দিও।
পাষাণী যত আঘাত করনা কেন আমাকে
আমি তোমাকেই ভালোবেসে যাবো,,।
তোমার হৃদয়ে যতনে গড়া প্রেম মঞ্জিল
শেষ সমাধি আমি সেখানেই রেখে যাবো।
লেখক : আদিত্য রহমান, শিক্ষক, রাজশাহী।