ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ৫৮ বোতল ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেলসহ লিটন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নারায়নপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় অপর একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে নিশ্চিত করে পুলিশ।
বাঘা থানা পুলিশের একটি মুখপত্র জানান, বৃহস্পতিবার সকাল ৮ টার সময় নারায়নপুর বাজার অগ্রণী ব্যাংকের সামনে মোটরসাইকেলে একটি ব্যাগসহ দু’জন মাদক ব্যবসায়ী অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন এবং মাদক ব্যবসায়ী লিটন (২৫)কে ৫৮ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। লিটনের পিতার নাম জালম ওরুপে টগু মন্ডল বলে জানা গেছে। তার বাড়ী বাঘার সীমান্তবর্তী এলাকা আলাইপুর গ্রামে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আটককৃত লিটন পলাতক আসামীর নাম জানেনা বলে জানিয়েছে। তার নামে মাদক দ্রব্য আইনে মামলা নিয়ে রিমাণ্ডে আবেদনসহ আদালতের প্রেরণ করা হয়েছে। সে বাঘা সীমান্ত এলাকা থেকে ঈশ্বরদী যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।